Monday, April 5, 2010

মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করছে।‘মীরজাফর’ এর মত একদিন জামাত-বিএনপি-রাজাকার-আলবদর এই সমার্থক শব্দগুলোও হবে এক-একটি গালি।'

মুক্তিযোদ্ধা’রা বাংলার গর্ব বাঙ্গালীর অহংকার। যুগে যুগে তারা পৃথিবীর প্রতিটি মুক্তিকামী মানুষের মুক্তিসংগ্রামের প্রেরনা হয়ে বেচে থাকবে।
৫২’র ভাষা আন্দোলন এবং ২১’এ ফেব্রুয়ারী যেমনি করে সারা বিশ্বে বাঙ্গালীর একটি মাথা উচু করে দারাবার মত পরিচয় দিয়েছে, হার না মানা ৭১’ ও তেমনি করে বাঙ্গালীকে দিয়েছে বীরের অভিধা।

পৈশাচিক নির্যাতন করে খুন, নিরীহ নিরপরাধ নারীজাতিকে গনহারে ধর্ষন, ছেলের সামনে ‘মা’- বাবার সামনে মেয়ে- এর সম্ভ্রমহানী, নবজাতক ও গর্ভবতী নারীকে নির্যাতন করে হত্যা, লুটতরাজ, অগ্নীসংযোগ এমন হাজারো নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গরে তুলেছিল ‘বংলা মা’ এর নিরস্ত্র নির্ভীক সন্তানেরা।

মাত্র নয় মাস সময় এর মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম প্রশিক্ষীত সেনাবাহীনি ও ভারী অস্ত্রশস্ত্র এর সামনে খালি হাতে যুদ্ধ করে পৃথিবীর অন্যতম পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলী দেখীয়ে এই মুক্তিযোদ্ধারাই ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সোনালী সকাল।
স্বাধীনতা লাভের ৩৫টি বছর পার না হতেই স্বাধীনতার বিরোধীতাকারী পরাজীত শক্তিকে এই বাংলার মুক্তিযোদ্ধা আবালবৃদ্ধবনিতার ভাগ্যনিয়ন্ত্রা পদে প্রতিষ্ঠীত করে তথাকথিত মুক্তিযোদ্ধার লেবাসধারী প্রতিক্রীয়াশীল একটি গোষ্ঠি।

তাদের পৃষ্টপোষকতায় ধৃষ্ঠতার চরম প্রকাশ ঘটিয়ে আজ সেই মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকার আল-বদর গোষ্ঠী বিচার দাবী করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করছে।

ইতিহাস তাদের কোনোদিনো ক্ষমা করবেনা।

‘মীরজাফর’ শব্দটির মত একদিন জামাত-বিএনপি-রাজাকার-আলবদর এই সমার্থক শব্দগুলোও পরিনত হবে এক-একটি গালিতে।

-----------------------
"জয় বাংলা বাংলার জয়"
০৪ ০৪ ২০১০

No comments: