বরিশালে নির্যাতনের কাহিনী শুনলেন তদন্ত কমিশন (সোমবার, ১২ এপ্রিল ২০১০, ২৯ চৈত্র ১৪১৬)
'বিএনপির ক্যাডারদের ২০০১-এর সহিংসতা (হামলা ও নির্যাতনের ঘটনাবলী)
বরিশাল, ১১ এপ্রিল॥
আমরা সংখ্যালঘু। নৌকায় আমরা ভোট দিয়ে থাকি। এটা আমাদের একটা বড় অপরাধ। এ কারণে আমি ও আমার গোটা পরিবারকে বিএনপির ক্যাডাররা মারধর করেছে। শুধু মারধর করেই ওরা ানত্ম হয়নি। বাড়িঘর ভেঙ্গে পথে বসিয়ে দিয়েছে আমাদের। গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য করেছে শত শত পরিবারকে। ক্রন্দনরত অবস্থায় বরিশাল সার্কিট হাউসে আসা তিন সদস্যের তদনত্ম কমিশনের কাছে রবিবার সকালে কথাগুলো বললেন, আগৈলঝাড়ার রাজিহার গ্রামের কমলা (৫৫)। তদনত্ম কমিশনের কাছে সাী দেয়ার শুরম্নতেই হাউমাউ করে কেঁদে কেঁদে কমলা বলেন, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ক্যাডারদের হামলা ও নির্যাতনের ঘটনাবলী ২০০১ সালের পরে হেলিকপ্টারযোগে রাজিহারে দেখতে যান এবং তিনি নির্যাতনের কাহিনী বিশ্বাস না করে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে। এমন সময় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এখানে কোন নির্যাতন হয়েছে কি না? কমলা শত শত মানুষের উপস্থিতিতে বলে ফেললেন_আমাকে ও গোটা পরিবারকে মারধর করা হয়েছে। সত্য কথা বলায় মন্ত্রী যাওয়ার পর ক্যাডাররা তাকে পুনরায় হুমকি-ধমকি দেয়। রবিবার সকালে তিন সদস্যের তদনত্ম কমিশন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ শাহাবুদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মনোয়ার হোসেন ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মীর শহিদুল ইসলাম জোট আমলে সংখ্যালঘুসহ আওয়ামী লীগের নেতাকর্মী নির্যাতন, নিপীড়নের সেই দুঃসহ যন্ত্রণার করম্নণ কাহিনীর বর্ণনা শোনেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যনত্ম শতাধিক নারী-পুরম্নষের অভিযোগ শোনেন এবং তা লিপিবদ্ধ করেন। এদের মধ্যে গৌরনদী উপজেলার বিলস্নবাড়ি গ্রামের হাজেরা খাতুন তার ওপর চালানো ধর্ষণের করম্নণ চিত্র তুলে ধরেন নিজেই। তদনত্ম কমিশন সোমবার সকালে নির্যাতনের সবচেয়ে বড় আক্রানত্ম এলাকা আগৈলঝাড়ার রাজিহার, গৌরনদীর বিলস্নবাড়ি গ্রাম পরিদর্শন করবেন বলে জানা গেছে।
উলেস্নখ্য, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী গৌরনদী-আগৈলঝাড়া, হিজলা, বানারীপাড়া, বাকেরগঞ্জসহ প্রতিটি উপজেলায় সহিংসতা ও নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছিল। এমনকি বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরেও তখন বিএনপি ক্যাডাররা হামলা চালিয়েছিল।
এদিকে সংবাদদাতা গৌরনদী থেকে জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যনত্ম গৌরনদী উপজেলা পরিষদ ডাকবাংলোতে এ উপজেলার সংখ্যালঘু পরিবার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তদনত্ম কমিশনের কাছে তাদের ওপর চারদলীয় জোট সরকারের ক্যাডারদের নির্যাতনের বর্ণনা দেবেন। একই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যনত্ম কমিশন আগৈলঝাড়া উপজেলা পরিষদ ডাকবাংলোতে অনুরূপ নির্যাতিত নেতাকর্মী ও সমর্থকদের কাছ থেকে অভিযোগ শুনবেন। তদনত্ম কমিশনের চেয়ারম্যান সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শাহাবুদ্দিন।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2010-04-12&ni=14653
'বিএনপির ক্যাডারদের ২০০১-এর সহিংসতা (হামলা ও নির্যাতনের ঘটনাবলী)
বরিশাল, ১১ এপ্রিল॥
আমরা সংখ্যালঘু। নৌকায় আমরা ভোট দিয়ে থাকি। এটা আমাদের একটা বড় অপরাধ। এ কারণে আমি ও আমার গোটা পরিবারকে বিএনপির ক্যাডাররা মারধর করেছে। শুধু মারধর করেই ওরা ানত্ম হয়নি। বাড়িঘর ভেঙ্গে পথে বসিয়ে দিয়েছে আমাদের। গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য করেছে শত শত পরিবারকে। ক্রন্দনরত অবস্থায় বরিশাল সার্কিট হাউসে আসা তিন সদস্যের তদনত্ম কমিশনের কাছে রবিবার সকালে কথাগুলো বললেন, আগৈলঝাড়ার রাজিহার গ্রামের কমলা (৫৫)। তদনত্ম কমিশনের কাছে সাী দেয়ার শুরম্নতেই হাউমাউ করে কেঁদে কেঁদে কমলা বলেন, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ক্যাডারদের হামলা ও নির্যাতনের ঘটনাবলী ২০০১ সালের পরে হেলিকপ্টারযোগে রাজিহারে দেখতে যান এবং তিনি নির্যাতনের কাহিনী বিশ্বাস না করে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে। এমন সময় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এখানে কোন নির্যাতন হয়েছে কি না? কমলা শত শত মানুষের উপস্থিতিতে বলে ফেললেন_আমাকে ও গোটা পরিবারকে মারধর করা হয়েছে। সত্য কথা বলায় মন্ত্রী যাওয়ার পর ক্যাডাররা তাকে পুনরায় হুমকি-ধমকি দেয়। রবিবার সকালে তিন সদস্যের তদনত্ম কমিশন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ শাহাবুদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মনোয়ার হোসেন ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মীর শহিদুল ইসলাম জোট আমলে সংখ্যালঘুসহ আওয়ামী লীগের নেতাকর্মী নির্যাতন, নিপীড়নের সেই দুঃসহ যন্ত্রণার করম্নণ কাহিনীর বর্ণনা শোনেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যনত্ম শতাধিক নারী-পুরম্নষের অভিযোগ শোনেন এবং তা লিপিবদ্ধ করেন। এদের মধ্যে গৌরনদী উপজেলার বিলস্নবাড়ি গ্রামের হাজেরা খাতুন তার ওপর চালানো ধর্ষণের করম্নণ চিত্র তুলে ধরেন নিজেই। তদনত্ম কমিশন সোমবার সকালে নির্যাতনের সবচেয়ে বড় আক্রানত্ম এলাকা আগৈলঝাড়ার রাজিহার, গৌরনদীর বিলস্নবাড়ি গ্রাম পরিদর্শন করবেন বলে জানা গেছে।
উলেস্নখ্য, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী গৌরনদী-আগৈলঝাড়া, হিজলা, বানারীপাড়া, বাকেরগঞ্জসহ প্রতিটি উপজেলায় সহিংসতা ও নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছিল। এমনকি বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরেও তখন বিএনপি ক্যাডাররা হামলা চালিয়েছিল।
এদিকে সংবাদদাতা গৌরনদী থেকে জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যনত্ম গৌরনদী উপজেলা পরিষদ ডাকবাংলোতে এ উপজেলার সংখ্যালঘু পরিবার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তদনত্ম কমিশনের কাছে তাদের ওপর চারদলীয় জোট সরকারের ক্যাডারদের নির্যাতনের বর্ণনা দেবেন। একই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যনত্ম কমিশন আগৈলঝাড়া উপজেলা পরিষদ ডাকবাংলোতে অনুরূপ নির্যাতিত নেতাকর্মী ও সমর্থকদের কাছ থেকে অভিযোগ শুনবেন। তদনত্ম কমিশনের চেয়ারম্যান সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শাহাবুদ্দিন।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2010-04-12&ni=14653
No comments:
Post a Comment