Tuesday, April 20, 2010

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
১০ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ২৩টি ক্যাটাগরিতে মোট ২৪টি পুরস্কার প্রদান করা হয়।
* এতে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের খেতাব লাভ করে 'চন্দ্রগ্রহণ'।
* শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পান মুরাদ পারভেজ (ছবি: 'চন্দ্রগ্রহণ')।
* শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান রিয়াজ।
* শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান সাদিকা পারভিন পপি।
* শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পান ইমন সাহা।
* শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান এন্ড্রু কিশোর।
* শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান রুমানা মুর্শেদ কনকচাঁপা।
* এ ছাড়া অন্যদের মধ্যে মাসুম বাবুল, শামস সুমন, জহির উদ্দিন পিয়ার, দিলারা জামান, গুলশান আরা চম্পা, মোহাম্মদ রফিকউজ্জামান, মুরাদ পারভেজ, কবির বকুল, আলম খান, মাহফুজুর রহমান খান, রেজাউল করিম বাদল, সহিদুল হক, কলমতর, শামসুল ইসলাম প্রমুখ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান।
* শিশুশিল্পীর পুরস্কার পায় প্রার্থনা ফারদিন দিঘি ও মৃধা ইবশার নাওয়ার।
* এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নগদ অর্থের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার ও ৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।
* এ বছর থেকে দুটির বদলে ছয়টি ছবির নির্মাতাকে অনুদান দেওয়া হচ্ছে; যার মধ্যে দুটি শিশুতোষ চলচ্চিত্র রয়েছে।
* অনুদানের অর্থমূল্য ১৫ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে।
* আগামী বছর থেকে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকেও অনুদান দেওয়া হবে।

No comments: