Sunday, April 11, 2010

একাত্তরের ১০ এপ্রিল গঠিত হয় 'শান্তি' কমিটি

একাত্তরের ১০ এপ্রিল গঠিত হয় 'শান্তি' কমিটি
১০ এপ্রিল। একাত্তরের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠী পাকিস্তানকে রক্ষা এবং স্বাধীন বাংলাদেশের জন্ম ঠেকানোর উদ্দেশ্যে গঠন করে তথাকথিত শান্তি কমিটি। এই শান্তি কমিটি একাত্তরে পাকিস্তানি বর্বর সেনাবাহিনীর সহযোগী হয়ে উঠেছিল। স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সমন্বয়ে সারা দেশের থানা ও জেলায় গঠন করা হয়েছিল এই কমিটি। কমিটির নেতাদের পরামর্শে মুক্তিযুদ্ধকালে স্বাধীনতাপন্থীদের চিহ্নিত করে নির্বিচারে হত্যা, নির্যাতন, অগি্নসংযোগের ঘটনা ঘটায় তারা।
শান্তি কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছিলেন সাবেক পূর্ব পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগের সভাপতি খাজা খয়ের উদ্দিন।
প্রাথমিক পর্যায়ে ১৪০ সদস্যের কেন্দ্রীয় শান্তি কমিটির নেতাদের মধ্যে ছিলেন এ কিউ এম শফিকুল ইসলাম, মৌলভী ফরিদ আহমেদ, জামায়াতের অধ্যাপক গোলাম আযম, পীর মোহসেন উদ্দিন দুদু মিঞা, মাহমুদ আলী, এ এস এম সোলায়মান, আবুল কাসেম, আতাউল হক খান প্রমুখ। শান্তি কমিটি গঠন করার আগে ৫ এপ্রিল নূরুল আমিনের নেতৃত্বে ২২ জন রাজনৈতিক নেতা এবং ৬ এপ্রিল হামিদুল হক চৌধুরী (বাংলাদেশ অবজারভারের মালিক) ও জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযমের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল একাত্তরে বাঙালি নিধন ও ধ্বংসযজ্ঞের হোতা সামরিক আইন প্রশাসক লে. জেনারেল টিক্কা খানের সঙ্গে দেখা করে।

No comments: