প্রিসাইডিং কর্মকর্তা ভিন্ন এলাকা থেকে
কেন্দ্রীয় নেতা ও বহিরাগতদের এলাকা ছাড়তে হবে কাল
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) নির্বাচনী এলাকায় অবস্থানরত ভোটার নন এমন বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতা ও বহিরাগত ব্যক্তিদের আগামীকাল বুধবার বিকেল পাঁচটার মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।জানতে চাইলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নির্বাচনী এলাকাকে সব ধরনের প্রভাবমুক্ত রাখতে ভোটার নন এমন কেন্দ্রীয় নেতাদের কাল বুধবারের মধ্যে এলাকা ছেড়ে যেতে বলা হবে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দা নন এমন ব্যক্তিদেরও ওই সময়ের মধ্যে সেখান থেকে চলে যেতে হবে।
কমিশন সূত্র জানায়, ইতিমধ্যে বিভিন্ন দলের হয়ে ঢাকা ও বিভিন্ন এলাকা থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার লোক ভোলায় জড়ো হয়েছেন—এমন খবর কমিশনের পর্যবেক্ষকেরা জানিয়েছেন। এর ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকারি চাকরি থেকে অবসর নেওয়া আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলকে সেখানে যেতে দেওয়া হয়নি।
এর কারণ জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তার সেখানে কাজ কী? তাঁরা তো দলের কোনো পদেও নেই। কেউ কেউ নিজেদের আওয়ামী লীগের নির্বাচনী কাজের উপদেষ্টা বলে পরিচয় দিয়েছেন। বিষয়টি কমিশনের কাছে বোধগম্য না হওয়ায় তাঁদের এলাকায় ঢুকতে দেওয়া হয়নি।’
ভিন্ন এলাকা থেকে প্রিসাইডিং কর্মকর্তা: নির্বাচন কমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে নির্বাচনী এলাকার বাইরে থেকে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি এ রকম দাবিই জানিয়েছিল। কিন্তু তার আগেই এ ব্যাপারে কমিশন উদ্যোগ নিয়েছিল। কেবল প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদেরই এ পদের জন্য মনোনীত করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, ইতিমধ্যে নির্বাচনী এলাকার ৮৬টি ভোটকেন্দ্রের জন্য ৮৬ জন প্রিসাইডিং কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখনই তা প্রকাশ করা হবে না। কে কোন কেন্দ্রের দায়িত্ব পালন করবেন তাও ভোটের আগের দিন সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। প্রিসাইডিং কর্মকর্তাদের যেকোনো ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে রাখতে এই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, সাধারণত নির্বাচনী এলাকার কলেজগুলো থেকেই বেশির ভাগ প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ হয়ে থাকে। কিন্তু দেখা যায়, কলেজের পরিচালনা পর্ষদে সংশ্লিষ্ট এলাকার সরকারদলীয় লোকজন থাকে। তাই সরকারদলীয় লোকজনের প্রভাব কাটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব তাঁর কেন্দ্রের ভোটের ফলাফল চূড়ান্ত করে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া। ভোট গ্রহণে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখার ক্ষমতা রাখেন।
আরও কিছু উদ্যোগ: নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতিমধ্যে নির্বাচনী এলাকার দুটি উপজেলার ১৪টি ইউনিয়নে ৩৫ জন প্রথম শ্রেণীর নির্বাচন কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা সার্বিক পরিস্থিতি সম্পর্কে সময়ে সময়ে কমিশনকে অবহিত করছেন। তাঁদের কেউই এ নির্বাচনী এলাকার নন। এই প্রথমবারের মতো সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কমিশনের নিজস্ব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
তা ছাড়া দুজন বিচারকের নেতৃত্বে এলাকায় নির্বাচন তদন্ত আদালত (ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি) গঠন করা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ভিডিওচিত্র ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য এখন পর্যন্ত ১২টি ক্যামেরা পাওয়া গেছে।
নির্বাচন উপলক্ষে এবারই প্রথমবারের মতো প্রতিটি মোড়ে এবং মেঘনা নদীর দুটি নৌযান থামার ঘাটে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাবের ২০০ সদস্য।
মন্ত্রিপরিষদ বিভাগের নিষেধাজ্ঞা: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচন উপলক্ষে আচরণবিধি যথাযথভাবে পালনের লক্ষ্যে সরকারি উচ্চপদস্থ কোনো কর্মকর্তা অথবা সরকারের সুযোগ-সুবিধা ভোগকারী ব্যক্তিবর্গ যেন নির্বাচনী এলাকায় সরকারি সফর বা নির্বাচনী প্রচারণায় না যান, সে বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করতে সব অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও দপ্তরগুলোকে নির্দেশ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
এসপি প্রত্যাহারে বিএনপির ক্ষোভ: ভোটগ্রহণের মাত্র পাঁচ দিন আগে ভোলার পুলিশ সুপার (এসপি) বদলি করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটির অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে শেষ মুহূর্তে এসপি পরিবর্তন করা হয়েছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ বলেন, এর ফলে নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হবে। তিনি একে সরকারের রাজনৈতিক হীন উদ্দেশ্য বাস্তবায়নের মিশন বলে উল্লেখ করেন। তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
No comments:
Post a Comment